অতিরিক্ত সাদাস্রাব লিউকোরিয়া (Leucorrhoea)কি-সাদাস্রাবের সাথে হালকা রক্ত যাওয়া কিসের লক্ষণ

অতিরিক্ত সাদাস্রাব লিউকোরিয়া (Leucorrhoea)কি সেই সম্পর্কে জানতে চাচ্ছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। চিন্তার কোন কারণ নাই, আমার আর্টিকেলের মাধ্যমে আপনি এই বিষয়ে সকল তথ্য জানতে পারবেন। এখানে সাদাস্রাবের সাথে হালকা রক্ত যাওয়া কিসের লক্ষণ সেই সম্পর্কে ও আলোচনা করা হয়েছে। এই আর্টিকেল টি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন আশা করছি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
অতিরিক্ত সাদাস্রাব লিউকোরিয়া (Leucorrhoea)কি
পোষ্ট সূচিপত্রঃএখানে শুধুমাত্র অতিরিক্ত সাদাস্রাব লিউকোরিয়া (Leucorrhoea)কি সেই সম্পর্কে লেখা নেই।এর পাশাপাশি অতিরিক্ত সাদাস্রাবের কারণ, সাদা স্রাব গন্ধ হয় কেন এবং গর্ভাবস্থায় পানির মতো সাদা স্রাব কিসের লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ভূমিকা-অতিরিক্ত সাদাস্রাব লিউকোরিয়া (Leucorrhoea)কি

স্বাভাবিকভাবে মহিলাদের যৌনাঙ্গ, যোনিপথ ও জরায়ু থেকে যে সাদা রস নিঃসরণ হয় যোনিপথকে ভেজা রাখে তাকেই সাদাস্রাব বলে। কিন্তু এর একটা স্বাভাবিক পরিমাণ রয়েছে যাকিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে যেমন অভ্যুলেশনের সময়, গর্ভাবস্থায়, স্বামী স্ত্রী মিলনের সময়, মাসিক হওয়ার আগেও পরে। এই স্বাভাবিক প্রক্রিয়ায় সাদা স্রাব হওয়াটা প্রতিটা নারীর জীবনে রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা অতিরিক্ত হতে শুরু করে।

অতিরিক্ত সাদাস্রাব লিউকোরিয়া (Leucorrhoea)কি

প্রতিটি মেয়ের জীবনের স্বাভাবিক চলাফেরা আর গঠন রয়েছে। এর ব্যতিক্রম হলেই যত বিপত্তি। যখন মহিলাদের স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ স্রাব নির্গত হয় তাকে অতিরিক্ত সাদাস্রাব বলে। মহিলাদের সাদাস্রাব হবে এটা স্বাভাবিক। কিন্তু বেশি পরিমাণে হওয়া একটা রোগের মধ্যে পড়ে।
বিভিন্ন কারণে মহিলাদের সাদাস্রাব হতে পারে।অতিরিক্ত সাদাস্রাব লিউকোরিয়া (Leucorrhoea)কি এটা সবাই বুঝতে পারে না।তাই স্বাভাবিক সাদাস্রাব ও অনেক সময় রোগে পরিনঅত হয়।

অতিরিক্ত সাদাস্রাব এর কারণ

অতিরিক্ত সাদা স্রাব বিভিন্ন কারণে হয়ে থাকে।অতিরিক্ত সাদাস্রাব এর কারণ গুলো হলঃ
  • যৈনপথে মোনিলিয়া অথবা ট্রাইকোমোনাল জীবাণু দ্বারা আক্রান্ত হলে।
  • দীর্ঘস্থায়ী আমাশয় থাকলে।
  • মাসিকের সময় অপরিষ্কার কাপড় পরলে যোনি পথে ইনফেকশন হতে পারে যার ফলে সমস্যা দেখা দিতে পারে।
  • IUD পড়ার ফলে জরায়ুতে জীবাণু প্রবেশ করলে।
  • গর্ভপাত করানোর পর।
  • প্রসবের পর জীবাণু দুষ্ট হলে।
  • অপরিচ্ছন্ন কাপড়চোপড় পড়লে যোনিপথের ইনফেকশন হতে পারে।
  • মানসিক অশান্তিতে ভুগলে ও সাদাস্রাব বাড়তে পারে।

সাদাস্রাবের সাথে হালকা রক্ত যাওয়া কিসের লক্ষণ

সাদাস্রাব এর সাথে হালকা রক্ত যাওয়া কিসের লক্ষণ এটা সম্পর্কে আমাদের সকলেরই জানা উচিত। কারণ সাদা স্রাব হওয়ার প্রতিটা মহিলাদের স্বাভাবিক মাত্রা রয়েছে। কিন্তু যখন এই মাত্রাটা বৃদ্ধি পায় বা তার সাথে হালকা রক্ত নিয়মিত দেখা দেয় তাহলে সেটা অবশ্যই খারাপ। 
তাই আমাদের জানতে হবে এই সমস্যাটা কেন হয়।অনেকেই আছে যে তারা তাদের অসুখের কথা বলতে লজ্জা পায়। মেয়েরা তাদের গোপনাঙ্গের সমস্যার কথা কাউকে বলতে চায় না। তাই তারা ছোট কোন সমস্যা সমাধান না করে ধীরে ধীরে কঠিন কোন রোগের শিকার হন। তেমনি সাদা স্রাবের সাথে সামান্য রক্ত যাওয়া এটাও তারা স্বাভাবিক ভাবে। 

কিন্তু ক্রমে এটা বাড়তে থাকে এবং ভয়ংকর আকার ধারণ করতে পারে এটা তারা বুঝেনা।প্রতিটা মেয়েরই মাসিকের আগে পরে বা সহবাসের পরে একটু সাদা স্রাব দেখা দেয় এটা স্বাভাবিক। কিন্তু তখন যদি সাদা স্রাবের সাথে সামান্য রক্ত দেখা দেয় এবং সেটা প্রতি মাসেই দেখা দিতে থাকে তাহলে সেটা খারাপ। তাই তখনই ডাক্তারের কাছে যাবেন তাহলে সঠিক রোগ নির্ণয় হবে।

সুতরাং অবহেলা না করে সাদাস্রাবের সাথে হালকা রক্ত যাওয়া এই বিষয়টা কে গুরুত্ব দিতে হবে। লজ্জা পেয়ে নিজের কোন বড় রকমের ক্ষতি করবেন না। এছাড়াও সাদা স্রাবের সাথে রক্ত অনেক সময় প্রস্রাবে ইনফেকশন এর কারণেও হয়ে থাকে। আবার কিডনির কোন সমস্যা হলেও সাদা স্রাবের সাথে রক্ত যেতে পারে। 

তবে কেন রক্ত যাচ্ছে তার জন্য আমাদের সঠিক পরীক্ষা-নিক্ষা করে জানতে হবে। আর পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা করালে এই সমস্যাগুলো দ্রুত ভালো হয়ে যাবে। তাই অবহেলা না করে আমাদের নিজেদের প্রতি যত্নবান হওয়া উচিত। প্রিয় পাঠক আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাদা স্রাব এর সাথে হালকা রক্ত যাওয়া কিসের লক্ষণ এই বিষয় সম্পর্কে।

সাদাস্রাব গন্ধ হয় কেন

বেশিরভাগ মহিলারা সাদা স্রাব রোগে ভোগে। এই সাদা স্রাবের জন্য খুব সমস্যায় পড়তে হয় তাদের। মহিলাদের মাসিকের আগে ও পরে যে সাদা স্রাব হয় সেটা স্বাভাবিক। কিন্তু এটা যদি বেশি আকারে হয় বা এতে গন্ধ থাকে তাহলে এটা খারাপ পর্যায়ে পরে। সাদা স্রাব যদি হলুদ রঙের হয় বা ঘোলাটে ডিমের মতো এবং তীব্র গন্ধযুক্ত তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। 
অনেক সময় সংক্রমণের কারণে সাদস্রাব হয়। তাই এটা অনেক বেশি হয় এবং দুর্গন্ধযুক্ত হয়। এই জন্য মেয়েদের যোনিপথে চুলকানি ও জ্বালাপোড়ার সমস্যা হতে পারে। ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে সাদা স্রাবের রং গারো ও আঁশটে গন্ধ যুক্ত হয়। এই সমস্যা কোন সাধারণ সংক্রমণ বা বড় ধরনের কোন রোগের লক্ষণও হতে পারে। কিছু কিছু কারণে ও সাদা স্রাব এ গন্ধ হতে পারে, কারণগুলো হল:
  • গোপনাঙ্গ সঠিকভাবে পরিষ্কার না রাখা।
  • ঘনঘন গর্ভপাত।
  • শরীরে পুষ্টির অভাব।
  • অনিয়মিত রক্তপাত ।
  • একাধিক পুরুষের সাথে সহবাস করা।

গর্ভাবস্থায় পানির মত সাদা স্রাব কিসের লক্ষণ

গর্ভাবস্থায় কিছু কিছু উপসর্গ থাকে তা সকলেরই জানা। কারণ হরমোন পরিবর্তনের ফলে এগুলো হয়। তাছাড়া ও সাদাস্রাব দেখা দেয় এটা কোন অস্বাভাবিকতা নয়। এই সময়ে হরমোনের পরিবর্তনে অতিরিক্ত স্রাব নিঃসৃত হয় যা সাদা স্রাবের মত। তবে প্রসবের বেশ কিছুদিন প্রায় ১২-১৪ দিন আগে এই স্রাবের পরিমাণ বাড়তে পারে।

কারণ এটা জড়ায়ুর মুখ খুলতে এবং জরায়ুর মুখকে নরম করে প্রসারিত করতে সাহায্য করে। সেই সাথে শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করতেও সাহায্য করে। এই সময় স্রাব সাদা বা হলুদাভ হলেও কোন সমস্যা নেই। তবে এই স্রাবে যখন ছত্রাক আক্রমণ করে তখন যৌনাঙ্গে চুলকানি হতে পারে। 
এদিকে লক্ষ্য রাখতে হবে স্রাব যদি বর্ণহীন হয় পানির মতো এবং ক্রমাগত নিঃসৃত হতে থাকে তবে বুঝতে হবে যে এটা সাদা স্রাব নয়। এটা হচ্ছে জরায়ুর মুখ থেকে আসছে। জরায়ু ছিদ্র হয়ে গর্ভের পানি ভেঙ্গে যাচ্ছে। এমন অবস্থা হলে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রিয় পাঠক এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় পানির মত সাদা স্রাব কিসের লক্ষণ।

অতিরিক্ত সাদাস্রাব প্রতিরোধে করণীয়

অতিরিক্ত সাদাস্রাব প্রতিরোধে করণীয় বিষয়গুলো হলো:
  • শৌচ কাজে ব্যবহৃত পানিতে ফিটকিরি দিয়ে ব্যবহার করুন।
  • মাসিকের সময় পরিষ্কার সুতি কাপড় ব্যবহার করুন।
  • কপাটি এর সুতা পরীক্ষা করার আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন।
  • শাক সবজি বেশি পরিমাণে খাবেন।
  • প্রচুর পানি পান করবেন।
  • ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার রক্ষা করুন।
  • দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন।
  • পুকুরে বা ডোবায় গোসল করবেন না।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক আপনারা নিশ্চয়ই আমাদের আজকের আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ে জানতেও বুঝতে পেরেছেন,অতিরিক্ত সাদাস্রাব লিউকোরিয়া (Leucorrhoea)কি, অতিরিক্ত সাদা স্রাবের কারণ এবং সাদাস্রাবের সাথে হালকা রক্ত যাওয়া কিসের লক্ষণ সম্পর্কিত সকল তথ্য। 
আমাদের আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে তথ্যবহুল এবং উপকারী বলে মনে হলে আর্টিকেলটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়দের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। 

এছাড়াওআপনি যদি স্বাস্থ্য বিষয়ক আরো তথ্য সম্পর্কে জানতে চান তবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে রাখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিগ স্টার ইনফর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url