চুলের যত্নে রিঠার উপকারিতা-কিভাবে ব্যবহার করবেন রিঠা
প্রিয় পাঠক, চুলের যত্নে রিঠার উপকারিতা-কিভাবে ব্যবহার করবেন রিঠা এই বিষয় সম্পর্কে আপনি কি খোঁজাখুঁজি করছেন। চিন্তার কারণ নেই আমার এই আর্টিকেলের মাঝে চুলের যত্নে রিঠার বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বিষয়ে জানতে আমার আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
পোস্ট সূচিপত্রঃএখানে শুধু চুলের যত্নে রিঠার উপকারিত এই বিষয় সম্পর্কেই বলা হয় নাই।চুলের যত্নে কেন ব্যবহার করবেন রিঠা, চুল পড়া বন্ধ করতে রিঠা ও শিকাকাই এর ব্যবহার সেই বিষয় সম্পর্কে ও বলা হয়েছে।
ভূমিকা-চুলের যত্নে রিঠার উপকারিতা-কিভাবে ব্যবহার করবেন রিঠা
চুল পরা আমাদের খুব সমস্যা সৃষ্টি করে। চুল পড়তে শুরু করলে আর বন্ধ হতে চায় না। তখন আমরা খুব টেনশনে পড়ে যায়। কিভাবে চুল পড়া বন্ধ করা যায় সেই বিষয় নিয়ে। তবে হাতের কাছে আমরা পেতে পারি একটি উপায় যা ব্যবহারে আমরা চুল পড়া বন্ধ করতে পারি। সেটা হচ্ছে রিঠা।রিঠাই রয়েছে অনেক গুনাগুণ ।প্রাকৃতিক এই উপাদান চুলের জন্য খুবই কার্যকর।
আরো পড়ুনঃ চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার
একদম প্রাকৃতিক উপায়ে খুব কম খরচে আমরা রিঠা দিয়ে শ্যাম্পু তৈরি করে চুলে ব্যবহার করতে পারি। এতে কোন রাসায়নিক পদার্থ নেই তাই ক্ষতির ও আশঙ্কা নেই। রিঠার শ্যাম্পু ব্যবহারে চুল পড়া বন্ধ হবে এবং চুলের উজ্জ্বলতা ও বাড়বে।
চুল পড়া বন্ধ করতে রিঠা ও শিকাকাই
প্রাচীন কাল থেকেই চুলের যত্নে চুল পড়া বন্ধ করতে রিটা ও শিকাকাই চুলে ব্যবহার হয়ে আসছে। শিকাকাই এর ফল আর বাকল থেকে শ্যাম্পু তৈরি করা হয়। এটা চুলে ব্যবহারে বাইরের শ্যাম্পু থেকে চুল ভালো পরিষ্কার হয়। এটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে। তবে শিকাকাই এর ফেনা কম হয়।আর রিঠাই প্রচুর ফেনা হয়।
আগে গ্রামের মানুষরা লেপের কভার, কাঁথা এগুলো পরিষ্কার করতে রিঠা ব্যবহার করত। কারন রিটা ময়লা পরিষ্কার করে। চুলের খুশকি, মাথার স্কাল্পের চুলকানি ও উকুন দূর করতে রিঠার ভূমিকা রয়েছে।
চুলের যত্নে রিঠার উপকারিতা
চুলের যত্নে এটা ব্যবহার করা হচ্ছে প্রাচীন কাল থেকে। রিঠা ব্যবহার করে চুলের নানা রকম সমস্যা সমাধান করা যায়।রিঠা চুলের জন্য খুব কার্যকরী। প্রাচীনকাল থেকে রিঠাকে প্রাকৃতিক সাবান হিসাবে মানুষ ব্যবহার করে আসছেন। প্রাকৃতিক উপায়ে চুল পরিষ্কার করতে রিঠার গুরুত্ব অপরিহার্য।চুলের যত্নে রিঠার উপকারিতা গুলো হলোঃ
- রিঠাতে রয়েছে প্রচুর পরিমাণে সেফনিন নামক একটি উপাদান। যা আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা চুলের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে। রিঠা নিয়মিত ব্যবহার করলে চুলের নানান রকম সমস্যা সমাধান হয়।
- নিয়মিত রিঠা ব্যবহারে চুল পড়া কমে। এটার সঙ্গে আমলকি মিশিয়ে নিয়মিত মাথায় লাগালে ভালো ফল পাওয়া যায়।
- এটা চুলের বৃদ্ধিতে বেশ কার্যকরী। এটা প্রাকৃতিক হেয়ার টোনার হিসেবে ব্যবহার করা যায়। এটার পানি ও চুলে ব্যবহার করা যেতে পারে।
- এটা একটি অসাধারণ প্রাকৃতিক উপাদান। রিঠা দিয়ে তৈরি শ্যাম্পু বেশ বিখ্যাত। রিঠা সারারাত পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর এটা সিকাকায় পাউডারের সঙ্গে মিশিয়ে শ্যাম্পু তৈরি করে সেই শ্যাম্পু নিয়মিত মাথায় ব্যবহার করতে হবে। এর ফলে মাথার স্ক্যাল্প ও চুল পরিষ্কার রাখতে সাহায্য করে।
চুলের যত্নে কেন ব্যবহার করবেন রিটা
চুলের কোন সমস্যা হলে আমরা সব সময় বিচলিত হয়ে পড়ি যে কিভাবে এর সমাধান পাওয়া যাবে সেই বিষয় নিয়ে। তবে খুব সহজেই চুলের যত্নে রিঠা ব্যবহার করে আমরা চুলকে নানান রকম সমস্যার হাত থেকে রক্ষা করতে পারি। চলুন তাহলে জেনে নেই চুলের যত্নে কেন ব্যবহার করবেন রিঠা সেই সম্পর্কে
এটা আমাদের চুল পড়া কমাতে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- এটি খুশকি দূর করে।
- এটা চুলের গোড়ায় জমে থাকা ময়লা দূর করে।
- চুলের বৃদ্ধিতেও এর ভূমিকা রয়েছে।
- নিয়মিত রিঠা ব্যবহারে চুল হয় ঝলমলে।
- রিঠায় রয়েছে ভিটামিন এ ,ভিটামিন ডি এবং ভিটামিন ই যার ফলে চুল হয় নরম এবং মসৃণ।
কিভাবে ব্যবহার করবেন রিঠা
রিঠাতে থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে যা আমাদের চুলের যত্নে খুবই গুরুত্বপূর্ণ। এই ভিটামিন গুলো চুলকে নরম রাখতে সাহায্য করে এবং চুলের জেলা হয় দেখার মত। এজন্য আমরা হেয়ার প্যাকে রিঠা ব্যবহার করতে পারি। চলুন জেনে নেওয়া যাক হেয়ার প্যাকে কিভাবে রিটা ব্যবহার করব সেই সম্পর্ক।
- রিঠা পাউডারের সঙ্গে শিকাকায় এবং আমলকি গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এই তিনটা উপকরণ ভালো করে মিশিয়ে এতে পরিমাণ মতন পানি দিয়ে একটি ঘন হেয়ার প্যাক বানিয়ে নিতে হবে। এই হেয়ার প্যাক সপ্তাহে অন্তত একবার অবশ্যই ব্যবহার করবেন। এটা নিয়মিত ব্যবহারে চুল পড়া কমবে এবং চুলের জেল্লা হবে দেখার মত।
- মেহেদীর সঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন রিঠা। এটি চুলে প্রাকৃতিক কন্ডিশনার এর কাজ করবে।
রিঠা কিভাবে যত্ন নেয় চুলের
অনেকে জানতে চেয়েছেন রিঠা কিভাবে যত্ন নেয় চুলের। আমরা হয়তো অনেকে জানি বহু বছর ধরে আয়ুর্বেদিক রিঠা ব্যবহার হয়ে আসছে চুল লম্বা ও ঘন করার পাশাপাশি চুলের খুশকি সমস্যা দূর করতে রিঠার জুরি নেই।
- চুলকে স্বাস্থ্যকর করতে এবং চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে রিঠা। অনেকের চুলের গোড়া দুর্বল হয়ে যেয়ে চুল পড়া শুরু হয়। এটা কোন মতই কমেনা তাই এর জন্য উপকারী মাস্ক হিসাবে রিঠা, আমলকি এবং শিকাকাই এর সঙ্গে মিশিয়ে গরম পানিতে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর সকালে সেটা একসঙ্গে পেস্ট করে হেয়ার মাস্ক এর মত তৈরি করে নিতে হবে। এরপর এই মাস্ক সমস্ত চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিতে হবে। এক ঘন্টা পর মাথা পরিষ্কার করে নিতে হবে। প্রতি সপ্তাহে অন্তত এটা একবার চুলে ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যাবে।
- এক কাপ নারিকেল তেল গরম করে এতে কিছু রিঠা ও আমলকির টুকরো দিয়ে দিন। তারপর আরো কিছুক্ষণ গরম করুন। এবার নামিয়ে ঠান্ডা করে এই তেলটা বোতলে ভরে রাখুন। এই তেল মাথার ত্বকে এবং চুলে ভালো করে লাগান। কয়েক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি ব্যবহার করলে চুল দ্রুত বাড়বে এবং চুল হয়ে উঠবে চকচকে এবং নরম।
- কয়েকটি রিঠা ভেঙ্গে বিজগুলো আলাদা করে নিন। তারপর তিন কাপ গরম পানিতে সারারাত রিঠা এবং এর সঙ্গে শুকনো আমলকি বা শিকাকাই যোগ করে ভিজিয়ে রাখুন। রিঠাতে রয়েছে চুলের জন্য উপকারি অনেক উপাদান। চুল দ্রুত পাকা থেকে রক্ষা করে নিয়মিত রিটা ব্যবহারে। এটাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এতে রয়েছে প্রচুর এন্টি অক্সিডেন্ট যার সাহায্যে চুল থাকে স্বাস্থ্যোজ্জ্বল ।
- শ্যাম্পু বা সাবান ব্যবহার না করেও রিঠা দিয়ে অনায়াসে চুল পরিষ্কার করে নিতে পারবেন। পানিতে সারারাত দেখে সকালে সেটা হাত দিয়ে চটকিয়ে নিতে হবে তারপর ওই পানি দিয়ে চুল পরিষ্কার করতে পারবেন।
- রিঠা সিদ্ধ করার পরে বীজগুলো বের করে এটি পেস্ট করে নিতে হবে। তারপর ওই পেস্ট থেকে শ্যাম্পু হিসেবে ব্যবহার করা যায়। শ্যাম্পু করার আগে চুল ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপর এই পেস্ট চুলে লাগিয়ে হালকা ম্যাসেজ করে নিতে হবে। ম্যাসেজ করা হয়ে গেলে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে চুল হবে খুব পরিষ্কার এবং ঝলমলে।
রিঠার কিছু ভিন্ন ব্যবহার /দৈনন্দিন জীবনে রিঠার ব্যবহার
রিঠা শুধু চুলের ব্যবহারই নয় এটা দৈনন্দিন জীবনে নানা রকম কাজে ব্যবহার হয়ে থাকে। চলুন আজ আমরা জেনে নেই কিছু ভিন্ন ব্যবহার সম্পর্কে।
রিঠার মিশ্রণ তৈরি করুন
- প্রথমে কয়েকটি রিঠা কিছু পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার এটি সেদ্ধ করতে হবে এক ঘন্টা পর্যন্ত ।
- এক ঘন্টা পর সিদ্ধ করা রিঠা চুলা থেকে নামিয়ে সারারাত রেখে দিতে হবে।
- এরপর এই মিশ্রণটি একটি বোতলে ভরে রাখতে হবে।
- এভাবে রাখলে এই মিশ্রণটি এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।
- বেশিদিন ভালো রাখতে হলে এতে সামান্য লেবুর রস মিশিয়ে রাখুন।
এই মিশ্রণটি কয়েকটি কাজে আমরা ব্যবহার করতে পারব। চলুন তাহলে সেগুলো আমরা জেনে নেই।
- কাচ পরিষ্কার করতেঃ একটি বোতলের ভেতরে ২৫০ মিলিটার পানি নিয়ে এর মধ্যে ১৫ মিলিলিটার রিডার মিশ্রণ এবং এতে সমপরিমাণের ভিনেগার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ওই মিশ্রণটি কাচের উপরে স্প্রে করে দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে দেখবেন কাচ ঝকঝকে হবে নতুনের মত।
- প্রাকৃতিক হ্যান্ড ওয়াসঃ হাত ধোয়ার সময় হ্যান্ডওয়াসের পরিবর্তে রিঠার মিশ্রণটি ভালোভাবে হাতে মেখে হাত ধুয়ে ফেলুন এতে হাত বেশ ভালোভাবে পরিষ্কার হবে। আর রিঠার মিশ্রণে যদি লেবুর রস থাকে তাহলে এই প্রাকৃতিক হ্যান্ডওয়াশ অনেকদিন ভালো থাকবে।
- গয়না পরিষ্কার করতেঃ গয়না পরিষ্কার করার জন্য রিঠার মিশ্রণ বেশ কার্যকরী। রিঠার মিশ্রণের মধ্যে সোনার গয়না গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর পুরানো ব্রাশ দিয়ে ঘষে ঘষে গয়নার ময়না পরিষ্কার করুন। তারপর পানি দিয়ে ধুয়ে হালকা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে গয়নাগুলো আগের মতন চকচকে হয়ে যাবে।
- গাড়ি পরিষ্কার করতেঃ গাড়ি পরিষ্কার করার জন্য সবাই কেমিক্যাল যুক্ত ডিটারজেন্টের পানি ব্যবহার করেন। কিন্তু আপনি চাইলে প্রাকৃতিক উপাদান হিসেবে রিঠার মিশ্রণ দিয়ে গাড়ি পরিষ্কার করতে পারেন। এতে আপনার গাড়িতে একটা সুঘ্রাণ বের হবে এবং কাচগুলো ও ঝকঝকে করবে।
- কার্পেট পরিষ্কার করতেঃ কার্পেটে অনেক সময় অনেক দাগ লেগে যায় যা সহজে উঠতে চায় না। কিন্তু এই দাগের উপরে যদি রিঠার মিশ্রণ স্প্রে করে দিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলেন তাহলে দেখবেন খুব সহজেই উঠে গেছে । এবং কার্পেট গুলো চকচকে নতুনের মতন হয়ে যাবে।
- বাসন পরিষ্কার করতেঃ রিঠার মিশ্রণের সঙ্গে আধ কাপ গ্লিসারিন ও এক চামচ জ্যানথান গাম পাউডার একসঙ্গে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণ দিয়ে বাসন মাজলে বাসন খুব ভালো পরিষ্কার হবে।
শেষ কথা-চুলের যত্নে রিঠার উপকারিতা-কিভাবে ব্যবহার করবেন রিঠা
প্রিয় পাঠক আপনারা নিশ্চয়ই আমাদের আজকের আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ে জানতে ও বুঝতে পেরেছেন চুলের যত্নে রিঠার উপকারিতা,কিভাবে ব্যবহার করবেন রিঠা,চুল পড়া বন্ধ করতে রিঠা ও শিকাকাই এবং চুলের যত্নে কেন ব্যবহার করবেন রিটা সেই সম্পর্কিত সকল তথ্য।আমাদের আজকের আর্টিকেল পড়ে
আপনার কাছে কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে তথ্যবহুল এবং উপকারী বলে মনে হলে আর্টিকেলটি আপনার বন্ধু এবং আত্মীয়দের মাঝে শেয়ার করুন।এছাড়াও আপনি যদি বিউটি টিপস বিষয়ক আর ও তথ্য সম্পর্কে জানতে চান তবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে রাখুন।
বিগ স্টার ইনফর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url