খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
প্রিয় পাঠক আপনি কি খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা এ বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আপনি আজকের আর্টিকেল থেকে জানতে পারবেন রসুন খাওয়া সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে। সেই সাথে আজকের আর্টিকেল থেকে কাঁচা রসুন খাওয়া কি জায়েজ এই বিষয় সম্পর্কে ও জানতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃআপনি যদি খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনি জেনে নিতে পারেন রসুন সম্পর্কিত সকল সঠিক তথ্যগুলো। তাই রসুন সম্পর্কে জানতে আমাদের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
ভূমিকা-খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
সারা বছরই রান্না ঘরে রসুন পাওয়া যায়। কেননা রসুন তরকারির স্বাদ বহু গুনে বাড়িয়ে দেয়। তাছাড়া ও রসুনের বেশ কিছু ঔষধি গুনাগুন ও রয়েছে। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য নিঃসন্দেহে উপকারী। তাই রসুনকে এক কথায় বলা হয় প্রাকৃতিক এন্টিবায়োটিক। রসুন আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। রসুন আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপাদান।
রসুনে থাকা সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে দারুন কার্যকরী। তাছাড়া রসুনে রয়েছে এ লিস্টিং নামক গুরুত্বপূর্ণ একটি উপাদান যা ক্যান্সার সহ শরীরের বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। এই এলিসিন নামে যে কম্পাউন্ড রসুন এ পাওয়া যায়, যার ফলে রসুনকে সুপারফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার শীতকালে রসুন খাওয়া খুবই উপকারী। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন শীতকালে রসুন খাওয়ার জন্য।
খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা
রসুন আমরা বিভিন্ন রান্নাতে ব্যবহার করে থাকি খাবারের স্বাদ বাড়ানোর জন্য। কিন্তু আমরা সবাই হয়তো জানি না রসুন শুধু খাবারের স্বাদই বাড়ায় না এটা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে ও অনেক উপকারী। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক এর স্বাস্থ্য উপকারিতা গুলোঃ
- এন্টিঅক্সিডেন্ট, এন্টিফাঙ্গাল, এন্টি ব্যাকটেরিয়াল, ফসফরাস, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, ড্রিঙ্ক, কপার, থায়ামিন এবং রাইবোফ্লামিন এর মত নানান পুষ্টি উপাদান।
- সকালে খালি পেটে রসুন খেলে পেট ভালো থাকে, হজম শক্তি ঠিক থাকে। খালি পেটে রসুন খেলে লিভার এবং মুত্রাশয়ের কার্যকারিতা বৃদ্ধি পায়। এছাড়া ডায়রিয়া উপশমে ও ভালো কাজ করে।
- নিয়মিত রসুন খেলে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে যার ফলে পাকস্থলীতে এসিড গঠন প্রতিরোধ করা সম্ভব হয়।
- শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খালি পেটে রসুন খাওয়ার ভূমিকা রয়েছে। যেমন-ঠান্ডা, কাশি, জ্বর ও অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করার কাজ করে।
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খালি পেটে কাঁচা রসুন খুব কার্যকরী। রসুনের নির্যাস উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক ভূমিকা পালন করে। এটি নিয়মিত খেলে উচ্চ রক্তচাপের লক্ষণ কমে যায়।
- ডায়বেটিস রোগীদের জন্য কাঁচা রসুন খুব উপকারী। নিয়মিত কাঁচা রসুন খেলে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। রসুনের থাকা এলিসিন যৌগ সুগার নিয়ন্ত্রণ করে।
- প্রতিদিন কয়েকটি কাঁচা রসুন চিবিয়ে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
- রসুন খুবই শক্তিশালী খাবার যা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। এটি নিয়মিত খেলে বিভিন্ন পরজীবী এবং পোকামাকড় থেকে মুক্তি পাওয়া যায়।
- নিয়মিত রসুন খেলে অনেক রোগ থেকে দূরে থাকা যাবে। যেমন- ক্যান্সার, ডায়াবেটিস এবং বিষন্নতার মত রোগের ঝুঁকি কমাতে রসুনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
খালি পেটে রসুন খাওয়ার অপকারিতা
খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা যেমন রয়েছে তেমনি এটার অপকারিতা ও রয়েছে। এবার তাহলে জেনে নেওয়া যাক খালি পেটে রসুন খাওয়ার অপকারিতা গুলোঃ
- যাদের অতিরিক্ত এসিডিটি সমস্যা আছে তারা রসুন খেলে বুকে জালা হতে পারে। এজন্য তাদের রসুন খাওয়া এড়িয়ে চলা উচিত। আর খালি পেটে রসুন খাওয়াতো তাদের জন্য খুবই মারাত্মক ক্ষতি হতে পারে।
- যাদের অতি সংবেদনশীল এবং দুর্বল পেট তারা ও খালি পেটে রসুন খাওয়া থেকে বিরত থাকুন। কারণ এই ধরনের লোকেরা রসুন খেলে বারবার ওয়াশরুমে ছুটে যেতে হয় এবং পেটে মোচড়ানো ব্যথা অনুভব করে।
- আবার অনেকেরই শ্বাসকষ্ট এবং শরীরের দুর্গন্ধ সমস্যা রয়েছে। তাদের জন্য রসুন খাওয়া ক্ষতিকর।
রাতে রসুন খেলে কি হয়
- রসুন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রসুন এন্টিভাইরাল, এন্টি ব্যাকটেরিয়াল এবং এন্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ যা আমাদের শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায়। তাই প্রতিদিন রাতে রসুন খেলে সর্দি, কাশি এবং জ্বর থেকে নিজেকে রক্ষা করা যায়।
- রসুনে রয়েছে প্রচুর পরিপাক এনজাইম এর ফলে খাবার সহজে হজম হয় তাই অন্ত্রের স্বাস্থ্য ও ভালো থাকে।
- রসুনে রয়েছে এলিসিন নামক যৌগ, যা আমাদের শরীরে রক্ত চলাচল বাড়ায় এবং রক্তনালিকে প্রসারিত করে। তাছাড়া ও এটি রক্ত জমাট বাধার ঝুঁকি ও কমায়। এজন্য উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এটি কার্যকরী।
- নিয়মিত রসুন খেলে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে ফলে হৃদরোগের ঝুঁকি কমে।
- এতে ট্রিপটোফ্যান নামক এমাইনো এসিড থাকে যা শরীরে সেরোটোনিন হরমোন তৈরি করে। যার ফলে শরীরের ক্লান্তি দূর হয় এজন্য ভালো ঘুম হয়। যাদের রাতে ঘুমের সমস্যা আছে তারা ভালো ঘুমের জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে রসুন খেতে পারেন।
- রাতে নিয়মিত রসুন খেলে এটা রক্ত সঞ্চালন ঠিক রাখে। আর এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ায়।
মেয়েরা রসুন খেলে কি হয়
রসুনের গুনাগুন বলে শেষ করা যাবে না। তবে মেয়েদের জন্য রসুন খুবই উপকারী। রসুন এ রয়েছে প্রদাহ বিরোধী গুণ যা মহিলাদের PCOD সমস্যা নিরাময়ে সহায়ক। রসুনে আরো পাওয়া যায় ইমিউনোমডুলেটরি বৈশিষ্ট্য যা PCOD ভারসাম্য রক্ষা করে।এছাড়া ও মহিলাদের বন্ধ্যাত্ব প্রতিরোধে অনেকটা কার্যকরী রসুন।
কাঁচা রসুন খাওয়া কি জায়েজ
ইতিমধ্যে আমরা খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো কাঁচা রসুন খাওয়া জায়েজ কিনা সেই বিষয়ে। রসুন আমরা তরকারি রান্না করার জন্য ব্যবহার করে থাকি রসুনে রয়েছে নানা রকম গুনাগুন। কিন্তু এটা কাঁচা খাওয়া যাবে কিনা তা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। তাই চলুন আমরা দেখি জেনে নেই হাদিসে এই বিষয়ে কি বলা হয়েছে।
একটি হাদীসে এসেছে পুরা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা) পেঁয়াজ ও রসুন সম্পর্কে বলেছেন,' যে ব্যক্তি এ দুটি জিনিস খাবে সে যেন আমাদের মসজিদে না আসে। আর কোন কারণবশত যদি সেটা খেতে হয় তাহলে সেটা রান্না করে দুর্গন্ধ দূর করে খাবে।'(আবু দাউদ:৩৭৮৪)
অন্য একটি হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি(রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসুল (সা) এর সামনে রসুন ও পেঁয়াজ সম্পর্কে আলোচনা হয়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, 'হে আল্লাহর রাসূল এ দুটির মধ্যে রসুনের ঝাঁজ বেশি, আপনি কি একে হারাম মনে করেন ?'তখন তিনি বললেন, 'তোমরা তা খাবে, কিন্তু যে ব্যক্তি তা খাবে, এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে।'(আবু দাউদ:৩৭৮০)
মোটকথা, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া ইসলামে হারাম না হলে ও অপছন্দনীয়। তাই তা খেতে নিরুৎসাহিত করা হয়। আর কেউ যদি কাঁচা পেঁয়াজ রসুন খায় সে যেন মসজিদে বা জনসমাগমস্থলে অবশ্যই তার মুখ ভালো করে পরিষ্কার করে যায় যাতে মুখ থেকে দুর্গন্ধ বের না হয়।
রসুন খাওয়া ইসলামের দৃষ্টিতে সর্ব সম্মতভাবে হালাল। কিন্তু কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। মহানবী (সা) নিজে ও পেঁয়াজ রসুন খেয়েছেন। তবে মুসলমানদের যেহেতু পাঁচ বার মসজিদে যেতে হয় তাই তিনি কাঁচা রসুন পেঁয়াজ খেতে নিরুৎসাহিত করেছেন। তবে কেউ যদি কাঁচা রসুন পেঁয়াজ খায় তার কোন গুনাহ হবে না, যদি সে মসজিদ বা অন্য জনসমাগমস্থলে যাওয়ার সময় মুখের দুর্গন্ধ দূর করে যায়।
রসুনের ক্ষতিকর দিক
কোন কিছুই অতিরিক্ত ভালো নয়। রসুন এ যেমন আমাদের অনেক উপকার রয়েছে তেমনি পরিমাণের থেকে অতিরিক্ত রসুন খেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া ও রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক এর ক্ষতিকর দিক গুলোঃ
- মাত্রাতিরিক্ত রসুন খেলে রসুনে থাকা এলিসিন উপাদান যকৃতে বিষক্রিয়া তৈরি করতে পারে। তাই অতিরিক্ত রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে।
- রসুন এ আছে সালফার যা পেটে অতিরিক্ত গ্যাস তৈরি করে। সালফার ডাইরিয়া হওয়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তাই খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে। যাদের পেটে হজমের সমস্যা আছে তারা রসুন খাওয়া থেকে বিরত থাকুন।
- খালি পেটে রসুন খেলে বুকে জ্বালাপোড়া, বমি ভাব এবং বমি ও হতে পারে।
- অতিরিক্ত রসুন খাওয়ার ফলে রক্তচাপ কমে যেতে পারে। যার ফলে মাথা ঘোরা, বমি বমি ভাব এবং ক্লান্তি বোধ হতে পারে।
- মাত্রাতিরিক্ত রসুন খাওয়ার ফলে 'হাইফিমা' হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আইরিশ ও কর্নিয়ার মাঝে রক্তক্ষরণ ঘটাতে পারে। যা এক পর্যায়ে দৃষ্টিশক্তি হারানোর মতো সমস্যা দেখা দিতে পারে।
- গর্ভবতী নারীদের রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এতে প্রসব বেদনা বেড়ে যেতে পারে। শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের ও রসুন খাওয়া থেকে দূরে থাকতে হবে। কারণ দুগ্ধদানকারি মা যদি রসুন খায়, তাহলে দুধের স্বাদ পাল্টে যায়।তাই এই সময়ে রসুন খাওয়া থেকে বিরত থাকুন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকের আর্টিকেলের মূল আলোচনার বিষয়বস্তু থেকে আমরা জানতে পারলাম খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা এবং রসুনের ক্ষতিকর দিক এই বিষয় সম্পর্কে যাবতীয় সকল তথ্যগুলো। তাছাড়া ও আমরা আজকের আর্টিকেল থেকে আরো জানতে পেরেছি কাঁচা রসুন খাওয়া কি জায়েজ,মেয়েরা রসুন খেলে কি হয় এবং রাতে রসুন খেলে কি হয় এই বিষয় সম্পর্কে ও।
আরো পড়ুনঃ খালি পেটে চিনা বাদাম খাওয়ার উপকারিতা
আশা করছি আজকের আর্টিকেল পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে তথ্যবহুল এবং উপকারী বলে মনে হলে আর্টিকেলটি আপনার বন্ধু এবং আত্মীয়দের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এছাড়া ও আপনি যদি লাইফ স্টাইল বিষয়ক আরো তথ্য জানতে চান তবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে রাখুন।
বিগ স্টার ইনফর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url