রূপচর্চায় আলুর উপকারিতা-আলুর রসের ফেসপ্যাক
আমরা রূপচর্চা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ি বুঝতে পারি না যে কিভাবে রূপচর্চা করব কোনটা করলে ভালো হবে। তবে রূপচর্চায় আলুর উপকারিতা সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তবে আজকের আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন রূপচর্চায় আলুর উপকারিতা ও আলুর রসের ফেসপ্যাক সম্পর্কে যাবতীয় সকল তথ্য।
পোস্ট সূচিপত্রঃসেই সাথে আপনি আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়, আলুর রস মুখে মাখলে কি হয়,আলুর রস চুলে দিলে কি হয়,আলুর রস ও লেবুর রস,আলুতে কি এলার্জি আছে ও আলুর রস সংরক্ষণ ও এই বিষয়গুলো সম্পর্কে ও জানতে পারবেন।
ভূমিকা-রূপচর্চায় আলুর উপকারিতা-আলুর রসের ফেসপ্যাক
বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় রয়েছে আলু। কিন্তু আমি শুধু পছন্দের খাবার হিসেবে নয়, ত্বকের যত্নে আলুর অনেক কার্যকারিতা রয়েছে। আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও প্রোটিন থাকায় নারীদের ত্বকের যত্নে এই উপাদানটি খুবই কার্যকরী হিসেবে কাজ করে।
আলুতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন-বি এর অন্যতম উৎস। ত্বকের ব্রণ এবং ব্ল্যাকহেডস দূর করতে আলু খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আলুতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন বৃদ্ধি করে যা সূর্যের আলোর কারণে সৃষ্ট হওয়া কালো দাগ দূর করতে সহায়ক ভূমিকা পালন করে।
আলুর রস মুখে মাখলে কি হয়
আলুর রস মুখে মাখলে কি হয় এই সম্পর্কে এবার চলুন জেনে নেওয়া যাক।
- ত্বকের শুষ্কতা দূর করে।
- ত্বকের বলিরেখা দূর করে।
- ব্রণ এবং ব্রনের দাগ দূর করে।
- ব্ল্যাকহেডস এবং হোয়াইট হেডস দূর করে।
- ত্বকের কালো দাগ দূর করে।
- মুখের ব্রণ দূর করে।
রূপচর্চায় আলুর উপকারিতা
আলু আমাদের স্বাস্থ্যের জন্য নয় রূপের জন্য ও দারুন কার্যকরী একটি জিনিস। নিয়মিত আলু ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা এবং তারুণ্য ধরে রাখা সম্ভব। তাই চলুন জেনে নেওয়া যাক রূপচর্চায় আলুর উপকারিতা গুলোঃ
আরো পড়ুনঃ চুলের যত্নে তিসির তেল - সম্পর্কে জানুন
- চোখের ফোলা ভাব দূর করতে হলে আলু গোল গোল করে কেটে চোখের উপর রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে চোখে ফোলা ভাব কেটে গেছে এবং বেশ আরাম পাওয়া যাবে।
- লেবুর রস ও আলুর রস মিশিয়ে মুখে লাগালে মুখে কালো দাগ দূর হয়ে যাবে।
- চোখের নিচের ডার্ক সার্কেল বা কালো দাগ দূর করতে হলে আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন।
- আলুর রস ব্রন নিরামইয়ে ভালো কাজ করে।
- আলুর রস লেবুর রস এর সঙ্গে মিশিয়ে মুখে মাখালে ৩০ মিনিট পর রেখে ধুয়ে ফেললে এতে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সুস্থতা ফিরে পায়।
- আলু ছেঁচে নিয়ে তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন এর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশান তৈলাক্ত ত্বকের জন্য এটি ১৫ মিনিট ব্যবহার করলে ত্বকের তৈলাক্ত ভাব কমে যাবে।
- আলুর পেস্টের সঙ্গে এক টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এটি নিয়মিত ত্বকে ব্যবহার করলে ত্বকের বলিরেখা দূর করে।
- একটি আলু ও একটি শশা ব্লান্ড করে নিতে হবে। তারপর এতে এক চামচ বেকিং সোডা ও এক চামচ পানি মিশিয়ে নিতে হবে। এটা ক্লিনজার হিসেবে কাজ করবে।
- ত্বকে যদি হালকা জখম হয় তবে সেখানে আলু পাতলা করে কেটে লাগিয়ে রাখলে প্রদাহ কমে যাবে। তবে বেশি ক্ষততে এটা ব্যবহার করা যাবে না।
- ডিমের সাদা অংশের সঙ্গে আলুর রস নিয়ে মিশ্রণ তৈরি করুন। একটি ব্রাশ দিয়ে ত্বকে লাগান বিশ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটি একটা ফেস মাস্কের কাজ করবে।
- ময়েশ্চারাইজার এর অভাব দূর করতে আলুর রসের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন এই মিশ্রণটি দশ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন।
- অতি বেগুনি রশ্মিতে ত্বক পুড়ে গেলে আলুর স্লাইস এতে দারুন কাজ করে।
- কয়েকটি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার শুষ্ক চুলে এগুলো লাগিয়ে রাখুন কিছুক্ষণ পরে চুল ধুয়ে নিলে দেখবেন চুলের উজ্জ্বলতা ফিরে আসছে।
- এছাড়া ও রুক্ষ ও শুষ্ক চুলে আলু ছেঁচে তার রস লাগালে ও চুলের ময়েশ্চারাইজারের কাজ করে।
- ত্বকের লালচে ভাব, হালকা চুলকানি এবং পোকামাকড়ের কামড়ে আলু কেটে লাগালে যন্ত্রণা কমে যায়।
আলুর রসের ফেসপ্যাক
আলুর রসের ফেসপ্যাক ব্যবহার করে আপনি পেতে পারেন সুন্দর ঝকঝকে ও উজ্জ্বল ত্বক। চলুন তাহলে জেনে নেয়া যাক আলুর রসের ফেসপ্যাক তৈরির নিয়ম গুলোঃ
পদ্ধতি ১ এটা শুধুমাত্র মুখের ত্বকের জন্য
উপকরণ
- একটি আলু
- একটি ডিম
- একটি ফেসিয়াল টিস্যু
- একটি ছাকনি
- একটি ব্লেন্ডার মেশিন
- দুইটি ছোট বাটি
- ছুরি
প্রস্তুত প্রণালী
- প্রথমে আলু ছুলে টুকরো টুকরো করে নিতে হবে।
- এবার আলুর টুকরো গুলো ব্লেন্ডার মেশিন দিয়ে পেস্ট করে নিতে হবে।
- ব্লেন্ড করার পরে ছাকনি দিয়ে আলুর পেস্ট গুলো থেকে রস বের করে নিতে হবে।
- এবার এই রসটুকু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে।
- আরেকটি পাত্রতে ডিম ভেঙে ডিমের শুধু সাদা অংশটুকু নিতে হবে।
- ১০ মিনিট হয়ে গেলে আলুর রস উপর থেকে ফেলে দিয়ে নিচে যেই তলানি পড়েছে সেই তলানির সাদা অংশটুকু নিতে হবে।
- এখন ডিমের সাদা অংশ এবং আলুর সাদা অংশ একসাথে মিক্স করতে হবে।
- ব্যাস এবার হয়ে গেল ফেসপ্যাক তৈরি। এখন এই ফেসপ্যাকটি পুরো মুখে লাগিয়ে নিতে হবে।
- এরপর ফেসিয়াল টিস্যু দিয়ে পুরো মুখটি ভালোভাবে ডেকে নিতে হবে।টিস্যু সম্পূর্ণ ভিজে যাবে এখন ভেজা টিস্যুটি উঠিয়ে ফেলতে হবে।
- এটা উঠে ফেলার পরে দেখবেন ত্বক আগের থেকে অনেকটা টানটান এবং ফর্সা হয়ে যাবে। এরপর পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন।
পদ্ধতি ২ এটা মুখ এবং সমস্ত শরীরের যেকোনো জায়গায় ব্যবহার করা যাবে
উপকরণ
- একটি আলু
- এক চামচ মধু
- একটি চামচ
- ২ চামচ গোলাপ জল
- ছুরি
- একটি পাত্র
- ব্লেন্ডার মেশিন।
প্রস্তুত প্রণালী
- প্রথমে আলুগুলো ছুলে ছোট ছোট করে কেটে নিতে হবে।
- এবার টুকরো আলু গুলো ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।
- এখন পেস্ট করা আলুর মাঝে এক চামচ মধু মিশিয়ে নিতে হবে।
- আলুর পেস্ট এবং মধু মিশ্রণের মাঝে দুই চামচ গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
- ব্যাস হয়ে গেল আলুর ফেসপ্যাক। এখন এই প্যাকটা সমস্ত শরীরে আপনার যেখানে প্রয়োজন লাগিয়ে নিতে পারেন।
- এটা লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে।
- ২০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ত্বক ভালো ভাবে ধুয়ে নিতে হবে।
- সপ্তাহে এই পদ্ধতিটি একবার ব্যবহার করলে আপনার শরীরের কালো অংশ পরিষ্কার হয়ে যাবে এবং নিয়মিত প্রতি সপ্তাহে এটা করলে কালো হওয়ার সম্ভাবনা কমে যাবে।
এছাড়া ও আলু পেস্ট ছাড়া আলু গোল গোল করে কেটে মুখের উপরে ১০ মিনিট ধরে রেখে দিতে পারেন। তারপর উঠিয়ে নিলে দেখতে পারবেন ত্বকের পরিবর্তন।
আলুর রস সংরক্ষণ
আলুর রস একটি বায়ুরোধী পাত্রে একদিন থেকে দুই দিনের জন্য নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যেহেতু আলু একটি পচনশীল প্রকৃতির তাই এটা দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় না। এজন্য আলুর রস খুব অল্প সময়ের জন্য সংরক্ষণ করতে হয়। আর বায়ুরোধী একটি পাত্রে আলুর রস সংরক্ষণ করলে এতে এর সতজতা রক্ষা পায়।
তবে দীর্ঘ তিন মাসের জন্য ও আলুর রস সংরক্ষণ করা যায়। কিন্তু এর প্রসেসিংটা কার্যকরী হবে কিনা এর কোন নিশ্চয়তা থাকে না। যদি তিন মাসের ভিতরে এর কোন গন্ধ বা এর রং পরিবর্তন হয়ে থাকে তাহলে এটা ব্যবহারের জন্য ঝুঁকিপূর্ণ হবে।
আলুর রস চুলে দিলে কি হয়
আলু যেমন প্রত্যেক মানুষের খেতে খুবই প্রিয়, তেমনি এটা ত্বক এবং চুলের যত্নে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আলুর মধ্যে থাকা পুষ্টি চুলের ফলিকলে পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতেও এটা দারুন কার্যকরী। আলুর রস মাথা পরিষ্কার রাখতে সাহায্য করে সেই সাথে খুশকি দূর করে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। আলুর রস চুলে দেওয়ার কয়েকটি নিয়ম জেনে নেওয়া যাক।
- আলুর রস সরাসরি মাথার মাথার স্ক্যাল্পে লাগালে চুলের ফলিকলে পুষ্টির যোগান দেয় যা মাথার ত্বক পরিষ্কার করে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। আলুর রস সরাসরি মাথার স্কাল্পে মেসেজ করতে হবে কয়েক মিনিট ধরে তারপর সমস্ত চুলে ১৫ মিনিট রাখার পরে মাথা ধুয়ে ফেলতে হবে। এটি সপ্তাহে একবার করলে চুলের অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে।
- আলুর রসের সঙ্গে মধু এবং ডিমের কুসুম মিশিয়ে চুলে ব্যবহার করলে এটা চুলের কন্ডিশনার এর কাজ করবে। তাছাড়া ও এন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য সমৃদ্ধ মধু খুশকি এবং চুল পড়া কমাতে ও সাহায্য করে আর ডিমের কুসুম চুলের বৃদ্ধিতে সাহায্য করবে।
- আলুর রসের সঙ্গে পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে চুলে লাগালে অনেক উপকার মিলবে। কেননা আলুর রস যেমন চুলের বৃদ্ধিতে সাহায্য করে তেমনি পেঁয়াজের রস ও চুলের বৃদ্ধিতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। তাই এই দুইটা যখন একসঙ্গে ব্যবহার করা হবে তাহলে চুলের জন্য এটা অনেক বেশি উপকারে আসবে।
- অ্যালোভেরা এবং আলুর রস একসাথে চুলে ব্যবহার করলে চুলের নানা সমস্যা দূর হয়ে যায়। কেননা এলোভেরাতে রয়েছে এন্টি মাইক্রোবিয়াল, এন্টি অক্সিডেন্ট এবং এন্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য যা চুলের নানা সমস্যা দূর করতে অনেক কার্যকরী ভূমিকা রাখে।
আলুর রস ও লেবুর রস
আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ত্বককে উজ্জ্বল ও ফর্সা করার জন্য কার্যকরী ভূমিকা রাখে। আর লেবুর রসের মধ্যে থাকা সাইট্রিক এসিড এবং এন্টি সেফটিক উপাদান এটা সংক্রমণ তৈরি কারি ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। এজন্য ত্বকের কালো দাগ দূর করার জন্য আলু এবং
আরো পড়ুনঃ চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার
লেবুর রস একসঙ্গে খুবই ভালো কাজ করে। বগলের কালো দাগ দূর করার জন্য এই পদ্ধতিটি আপনারা নিয়মিত ব্যবহার করলে ভালো উপকার পাবেন। এছাড়াও শরীরের যেকোনো কালো দাগ দূর করতে ও এটা ব্যবহার করতে পারেন। তবে প্রতিদিন এটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে।
আলুতে কি এলার্জি আছে
প্রিয় পাঠক আপনারা জানতে চেয়েছেন আলুতে কি এলার্জি আছে। কিছু কিছু ক্ষেত্রে আলুতে এলার্জি লক্ষ্য করা যায়। এলার্জি থেকে আলু খুব মারাত্মক মাথাব্যথা হতে পারে। এমনকি ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে anaphylaclic shock ও হতে পারে।
- বমি বমি ভাব, ডায়রিয়া
- শ্বাস-প্রশ্বাসে কষ্ট
- মাথা ব্যথা, মাথা ঘোরা
- খিচুনি
- কাশি
- সর্দি।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকের আর্টিকেলের মূল আলোচনার বিষয়বস্তু থেকে আমরা জানতে পারলাম রূপচর্চায় আলুর উপকারিতা এবং আলুর রসের ফেসপ্যাক এই বিষয় সম্পর্কে যাবতীয় সকল তথ্যগুলো। তাছাড়া ও আমরা আজকের আর্টিকেল থেকে আরো জানতে পেরেছি আলুর রস মুখে মাখলে কি হয়, আলু দিয়ে ব্রণ দূর করার উপায়,
আলুর রস চুলে দিলে কি হয় ও আলুতে কি এলার্জি আছে এই বিষয় সম্পর্কে ও। আশা করছি আজকের আর্টিকেল পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে তথ্যবহুল এবং উপকারী বলে মনে হলে আর্টিকেলটি আপনার বন্ধু এবং আত্মীয়দের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন।
আমাদের আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এছাড়া ও আপনি যদি বিউটি টিপস বিষয়ক আরো তথ্য জানতে চান তবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে রাখুন।
বিগ স্টার ইনফর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url