কদবেল খাওয়ার উপকারিতা ও অপকারিতা-সম্পর্কে জানুন
প্রিয় পাঠক কদবেল খাওয়ার উপকারিতা ও অপকারিতা আপনি কি এই বিষয়ে গুগলে খোঁজাখুঁজি করছেন। চিন্তার কারণ নেই কারণ আপনি আজকের আর্টিকেল থেকে জানতে পারবেন কদবেল সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে। সেই সাথে আজকের আর্টিকেল থেকে কদবেলের পুষ্টিগুণ এই বিষয় সম্পর্কে ও জানতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃআপনি যদি কদবেল খাওয়ার উপকারিতা ও অপকারিতা এই বিষয় সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের এই পোস্টটি পড়ে আপনি জেনে নিতে পারেন কদবেল সম্পর্কিত সকল সঠিক তথ্যগুলো। সুতরাং কদবেল সম্পর্কে জানতে আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
ভূমিকা - কদবেল খাওয়ার উপকারিতা ও অপকারিতা-সম্পর্কে জানুন
কদবেল আমাদের সকলের প্রিয় একটি ফল। এটা একটা দেশীয় ফল। এটা কিছুটা টক জাতীয় ফল। এই কারণে মেয়েদের খুব প্রিয় এই ফলটি। বর্ষা মৌসুমের শেষ দিকে কদবেল পাওয়া যায় এবং শরৎ ঋতু পর্যন্ত এই ফলটি পাওয়া যায়। কদবেল উপকারিতা এবং পুষ্টিগুনে ভরপুর। কদবেল মুখের রুচি বৃদ্ধিতে দারুন ভাবে সাহায্য করে এবং নানান রকম পেটের পীড়া সারাতে ও কদবেলের ভূমিকা রয়েছে।
কদবেলের পুষ্টিগুণ
কদবেল অনেক পুষ্টিগুণে ভরা। কদবেল এ রয়েছে প্রচুর পরিমাণে আমিষ। এতে আমিষের পরিমাণ আম, কাঁঠাল, লিচু, আমলকি ও আনারস এর চেয়ে ও বেশি পরিমাণে রয়েছে।
প্রতি ১০০ গ্রাম কদবেলে পুষ্টি উপাদান রয়েছে
পুষ্টি উপাদান | পরিমাণ |
---|---|
আমিষ | ৩.৫ গ্রাম |
শর্করা | ৮.৬ গ্রাম |
খাদ্যশক্তি | ৪৯ কিলোক্যালরি |
চর্বি | ০.১ গ্রাম |
খনিজ পদার্থ | ২.২ গ্রাম |
ভিটামিন বি | ০.৮০ মিলিগ্রাম |
ভিটামিন সি | ১৩ মিলিগ্রাম |
পানীয় অংশ | ৮৫,৬ গ্রাম |
লৌহ | ০.৬ মিলিগ্রাম |
ক্যালসিয়াম | ৫.৯ মিলিগ্রাম |
কদবেল খাওয়ার উপকারিতা ও অপকারিতা
কদবেল খাওয়ার উপকারিতা
নানান পুষ্টিগুণে ভরা কদবেল আমাদের শরীরের অনেক উপকার করে। চলুন তাহলে এবার জেনে নেই কদবেলের উপকারিতা গুলোঃ
- কদবেল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ু শক্তি বাড়ায়। তার জন্য কদবেল খেলে গরম কম লাগে।
- ত্বকের জ্বালাপোড়া কমানোর জন্য কদবেল ব্যবহার করা হয়ে থাকে। ব্রণ ও মেছতার জন্য কাঁচা কদবেলের রস বেশ কার্যকরী।
- রক্তস্বল্পতা দূর করার জন্য কদবেল খুবই কার্যকরী ভূমিকা রাখে।
- মহিলাদের হরমোনের অভাব সংক্রান্ত সমস্যা দূর করার জন্য কদবেলের ভূমিকা রয়েছে।
- দীর্ঘস্থায়ী ডায়রিয়ার জন্য এবং পেটব্যথা কমানোর জন্য কদবেলের ট্যানিন নামক উপাদানটি কার্যকরী ভূমিকা পালন করে।
- কোলেস্টেরল নিয়ন্ত্রণে ও কদবেলের ভূমিকা রয়েছে।
- এতে থাকা ভিটামিন সি স্কাভি রোগ প্রতিরোধে সহায়ক হিসেবে ভূমিকা পালন করে।
- কদবেল রক্ত পরিষ্কার করতে সহায়তা করে আর এর পুষ্টি উপাদান শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
- এতে রয়েছে উচ্চমাত্রায় এন্টিঅক্সিডেন্ট যা পাইলস এবং আলসারের চিকিৎসায় সহায়ক ভূমিকা পালন করে।
- গলাই ঘা বা ক্ষত হলে এবং ঘন ঘন হেঁচকি উঠলে কদবেল খেলে দ্রুত সেরে যায়।
- কদবেল একটি মূত্রবর্ধক ফল তাই কিডনি ভালো রাখার জন্য কদবেল খুবই উপকারী।
- কদবেলের নির্যাস স্তন ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিস্তার বন্ধ করতে পারে।
- কদবেলে থাকে খনিজ উপাদান যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
কদবেলের খাওয়ার অপকারিতা
- নিয়ম ছাড়া অতিরিক্ত কদবেল খেলে গ্যাস মাথাব্যথা দেখা দিতে পারে।
- যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের কদবেল নিয়ম মেনে খাওয়া উচিত।
- অতিরিক্ত কদবেল খেলে কোষ্ঠকাঠিন্য ও অন্যান্য পাঁচন সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
- রক্তে শর্করার মাত্রা কমানোর জন্য কদবেল একটি উপকারী ফল। কিন্তু অতিরিক্ত কদবেল খেলে রক্তের শর্করার মাত্রা খুব বেশি কমে যায় এর ফলে হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয়।
- মৌসুমী ফলে বেশ কিছু ফাইটোকেমিক্যাল উপাদান রয়েছে যার ফলে কখনো কখনো এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
সুতরাং প্রিয় পাঠক আপনারা কদবেলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে নিশ্চয় বুঝতে পেরেছেন পরিমাণ মতন কদবেল খাওয়া আমাদের শরীরের জন্য খুব উপকারী। কিন্তু যদি এর চেয়ে বেশি পরিমাণ হয়ে যায় তবে আমাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়।
আরো পড়ুনঃ অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে কোন খাদ্যে
তাই বলা হয় যে কোনো কিছুই মাত্রাতিরিক্ত ভালো নয় নিয়ম করে এবং পরিমাণ মতো সবকিছুই খাওয়া উচিত তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি এবং উপকার পাব।
গর্ভাবস্থায় কদবেল খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের জন্য অনেক পুষ্টিকর খাবার প্রয়োজন। গর্ভবতী মায়েদের জন্য প্রতিটা ভিটামিন প্রয়োজন গর্ভের শিশুর বাড়ার জন্য। আর কদবেলে রয়েছে প্রচুর পরিমাণে এই সকল ভিটামিন উপাদান গুলো যা গর্ভবতী মায়েদের জন্য বেশ উপকারী। কদবেলে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ।
আর গর্ভাবস্থায় এই আমিষের অভাব আমরা কদবেল খেয়ে পূরণ করতে পারি। এছাড়াও গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের শরীর অনেক দুর্বল হয়ে যায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ও কমে যায়। তাই গর্ভাবস্থায় নিয়মিত পরিমান মত কদবেল খেলে গর্ভবতী মায়েদের অনেক উপকারে আসবে।
গর্ভাবস্থায় কদবেল খাওয়া যাবে কিনা
গর্ভাবস্থায় কদবেল খাওয়া যাবে কিনা এ নিয়ে আমরা অনেক সময় চিন্তিত হয়ে পড়ি। পুষ্টিগুণে ভরা এবং উপকারী কদবেল অবশ্যই গর্ভাবস্থায় খাওয়া যাবে। পরিমাণ মতো কদবেল গর্ভাবস্থায় খেলে গর্ভবতী মায়েদের অনেক ভিটামিনের ঘাটতি দূর হবে এবংরোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আপনি নিশ্চয়ই আমাদের আজকের আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ে জানতে ও বুঝতে পেরেছেন কদবেলের পুষ্টিগুণ ,কদবেল খাওয়ার উপকারিতা ও অপকারিতা , গর্ভাবস্থায় কদবেল খাওয়ার উপকারিতা ও গর্ভাবস্থায় কদবেল খাওয়া যাবে কিনা সম্পর্কিত সকল তথ্য।
আরো পড়ুনঃ খালি পেটে চিনা বাদাম খাওয়ার উপকারিতা
আমাদের আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে তথ্যবহুল এবং উপকারী বলে মনে হলে আর্টিকেলটি আপনার বন্ধু এবং আত্মীয়দের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন।
এছাড়াও আপনি যদি লাইফস্টাইল বিষয়ক আরো তথ্য সম্পর্কে জানতে চান তবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে রাখুন।
বিগ স্টার ইনফর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url