দেবদারু গাছের উপকারিতা ও অপকারিতা-সম্পর্কে জানুন
প্রিয় পাঠক আপনি কি দেবদারু গাছের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন। চিন্তার কারণ নেই আপনি আজকের আর্টিকেল থেকে জানতে পারবেন দেবদারু গাছ সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে। সেই সাথে আজকের আর্টিকেল থেকে দেবদারু পাকা ফলের রং কিরূপ হয় এই বিষয়ে সম্পর্কে ও জানতে পারবে।
পোস্ট সূচিপত্রঃআপনি যদি দেবদারু গাছের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনি জেনে নিতে পারেন দেবদারু সম্পর্কিত সকল সঠিক তথ্যগুলো। তাই দেবদারু গাছ ও ফল সম্পর্কে জানতে আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
ভূমিকা-দেবদারু গাছের উপকারিতা ও অপকারিতা-সম্পর্কে জানুন
দেবদারু গাছ একটি চিরহরিৎ বৃক্ষ। এটা দেখতে অনেক লম্বা এবং খুব জনপ্রিয় গাছ। এই গাছের ছাল অনেক ভেষজ গুণে ভরা। তাছাড়া এই গাছের ঘ্রাণ খুবই সুন্দর। রাতের বেলা এই গাছ সুগন্ধ ছড়ায়। কাশ্মীরের পাহাড়ের রাস্তাগুলো দেবদারু গাছের ঘ্রাণে ভরে থাকে।
দেবদারু গাছের বৈশিষ্ট্য
দেবদারু গাছের বৈশিষ্ট্য গুলো হলঃ
- এই গাছের দৈর্ঘ্য ৪০ থেকে ৫০ মিটার পর্যন্ত হতে পারে।
- এই গাছগুলো সরল, লম্বা ও পত্রমোচী আকারের হয়ে থাকে।
- দেবদারু গাছের পাতাগুলো উজ্জ্বল এবং সবুজ।
- এর বাকল মসৃণ, ধূসর ও কালো রঙের।
- এই গাছের ফুল গুলো দেখতে ছোট হলুদাভ সবুজ এবং সাদা রঙের হয়ে থাকে।
- এই গাছগুলো প্রায় ২০০ বছর পর্যন্ত বেঁচে থাকে।
- দেবদারু গাছের পাতাগুলো সূচের মতো ধারালো এবং চিরল চিরল।
- এটাকে লার্জ এভারগ্রিন কনিফার ট্রি বলা হয়। এছাড়া ও এটা উড অফ গড অর্থাৎ ঈশ্বরের কাঠ নামে ও পরিচিত।
- এর ফুলগুলো হলুদাভ সবুজ ও গুচ্ছ যুক্ত।
- দেবদারু গাছের ফল গুলো এক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এটা দেখতে ডিম্বাকার আকারের হয়।
দেবদারু গাছের উপকারিতা ও অপকারিতা
এই গাছের মধ্যে রয়েছে ভেষজ গুনাবলী। এটি অনেক উপকারী গাছ। চলুন জেনে নেয়া যাক এর উপকারিতা গুলোঃ
- দেবদারু গাছের ছাল বেটে রস করে সকালেও বিকালে দুই চামচ করে খেলে জ্বর সেরে যাবে।
- দেবদারু ছালের কাঁথ পরিমাণ মতো নিয়ে তার সাথে মধু মিশিয়ে খেলে বায়ু নিঃসরণ হয়।
- কাশি সারাতে এই গাছের ছাল খুবই উপকারী।
- আমাশয়ের সমস্যা দূর করতে দেবদারু গাছের ছাল কার্যকরী ভূমিকা রাখে। গাছের ছাল ছিদ্ধ করে ওই পানি খেলে আমাশের সমস্যা দূর হয়ে যায়।
- চুলকানি সারাতে এর ছাল ভালো মালিশ হিসেবে কাজ করে।যাদের চুলকানি আছে তাদের জন্য দেবদারু গাছের ছাল খুব ভালো কাজ করে। দেবদারুগাছি স্যার ভালো করে পিষে নিয়ে সেটা চুলকানির জায়গায় মালিশের মতো করে হালকা ভাবে দিনে দুইবার লাগিয়ে নিলে চুলকানি সহজে চলে যাবে।
- এছাড়া ও দেবদারু গাছের ছালের কাথ নিয়মিত খেলে অনেক উপকার হবে।
দেবদারু পাকা ফলের রং কিরূপ হয়
প্রিয় পাঠক আপনারা অনেকে জানতে চেয়েছেন যে দেবদারু পাকা ফলের রং কিরূপ হয় সেই সম্পর্কে। ইতিমধ্যে আমরা দেবদারু গাছের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনেছি এবং দেবদারু গাছের বৈশিষ্ট্য সম্পর্কে ও জেনেছি। দেবদারু ফল বেগুনি হলুদ রঙের হয়ে থাকে। এই ফলগুলো থোকায় থোকায় ধরে থাকে। বেগুনি এবং হলুদ কালারের ফলগুলো থোকায় থোকায় দেখতে খুবই সুন্দর লাগে। পিরামিড আকৃতি গাছের মাঝে থোকায় থোকায় ফল গুলো প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে।
দেবদারু গাছের কাঠের ব্যবহার
দেবদারু গাছের কাঠ দেখতে সাদাভ হলুদ। এই কাঠ খুবই হালকা এবং কম দৃঢ়। এই কাঠ দিয়ে ছোট ছোট বাক্সো, পেন্সিল, ড্রাম ও ম্যাচ ইত্যাদি নির্মাণে ব্যবহার করা হয়।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আমাদের আজকের আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ে জানতে বুঝতে পেরেছেন দেবদারু গাছের উপকারিতা ও অপকারিতা,দেবদারু গাছের বৈশিষ্ট্য,দেবদারু পাকা ফলের রং কিরূপ হয় এবং দেবদারু গাছের কাঠের ব্যবহার সম্পর্কিত সকল তথ্য। আমাদের আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।
আজকে আর্টিকেল পড়ে আপনার কাছে তথ্যবহুল এবং উপকারী বলে মনে হলে আর্টিকেলটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। এছাড়া ও আপনি যদি তথ্য বিষয়ক আরো কিছু জানতে চান তবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে রাখুন।
বিগ স্টার ইনফর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url