চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার
প্রিয় পাঠক, চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার এ বিষয় সম্পর্কে আপনি কি জানতে চাচ্ছেন। তাহলে আপনি আজকের আর্টিকেল থেকে জানতে পারবেন, চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার। সেই সাথে আজকের আর্টিকেল থেকে চুলের যত্নে সরিষার তেল ও মেহেদি ব্যবহার এ সম্পর্কে ও। আপনি যদি চুলের যত্নে মেহেদি পাতার ব্যবহার সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের এই পোস্টটি পড়ে আপনি জেনে নিতে পারেন এই সম্পর্কিত সকল সঠিক তথ্যগুলো।
পোস্ট সূচিপত্রঃএখানে শুধু চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার সম্পর্কে বলা হয় নাই। চুলের যত্নে মেহেদি পাতার ব্যবহার সম্পর্কিত সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন তাহলে আপনি সমস্ত তথ্য জানতে পারবেন।
ভূমিকা-চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার
চুল পড়া এখন নিত্যদনের সমস্যা। এই চুল পড়া নিয়ে মানুষ খুবই বিচলিত হয়ে পড়ে। কিভাবে এটা সমাধান করা যায়। চিন্তার কারণ নেই আমার এই আর্টিকেলের মাঝে চুল পড়া রোধ করার জন্য সকল সমাধান খুঁজে পাবেন। প্রাচীনকাল থেকে চুলের যত্নে মেহেদী পাতার ব্যবহার হয়ে আসছে।
আর এই মেহেদী পাতা চুল পড়া রোধ করতে আমাদের সহায়তা করে। চুলের খুশকি দূর করে, চুলের রুক্ষতা দূর করে ও চুল ঝরে পড়া রোধ করে। মেহেদি পাতা আমাদের চুলের যত্ন ব্যবহার হয়ে আসছে প্রাকৃতিক উপায়ে।
চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার
প্রায় সব মানুষই চুল পড়া সমস্যায় ভুগে থাকেন। বর্তমানে চুল পড়ার সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে যার জন্য আমরা সবাই বিচলিত হয়ে পড়ি কিভাবে এটা বন্ধ করা যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার সম্পর্কে আপনারা সবাই মেহেদী পাতা সম্পর্কে কমবেশি জেনে থাকবেন।
আর হ্যাঁ মেহেদী পাতা হচ্ছে চুলের যত্নে সবচেয়ে কার্যকরী একটি ভেষজ উপাদান। এটি নিয়মিত ব্যবহারে শুধু চুল পড়ায় কমায় না চুলের যাবতীয় সমস্যার সমাধানে এটা খুব কার্যকরী। যেমন-খুশকি দূর করে, চুলের শুষ্কতা কমিয়ে চুলকে করে ঝলমল্ চুল ভেঙে যাওয়া কমায়। মেহেদি পাতা ব্যবহারে চুলের গোড়া শক্ত হয় তাই চুল পড়া কমায়।মেহেদী পাতা বেশ কয়েকটি উপায়ে চুলে ব্যবহার করা যায়, উপায় গুলো হলোঃ
লেবুর রস, টক দই ও মেহেদি পাতা
একটি বাটিতে পরিমাণ মতো মেহেদী পাতা বাটা, টক দই ও লেবুর রস নিয়ে ভালোভাবে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। তারপর এই প্যাক মাথার তালু ও সমস্ত চুলে লাগিয়ে ৪৫ - ৫০ মিনিট অপেক্ষা করুন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন। এতে আপনার চুল পড়া কমিয়ে চুলের উজ্জলতা বাড়াবে। তবে মনে রাখবেন এই প্যাক ব্যবহারের পূর্বে অবশ্যই চুল ভালো করে পরিষ্কার করে নিবেন।
ডিমের সাদা অংশ, অলিভ অয়েল ও মেহেদী পাতা
চার টেবিল চামচ মেহেদি পাতা বাটা, তিন টেবিল চামচ অলিভ অয়েল ও একটি ডিমের সাদা অংশ একসাথে ভালোভাবে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। তারপর এটা মাথার তালুতে লাগান ৪০ মিনিট পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। এই প্যাক ব্যবহারে চুলের গোড়া শক্ত ও খুশকি দূর হবে।
মেথি, মেহেদি পাতা ও ভিনেগার
মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। সকালে এটা ব্লান্ড করে একটা পেস্ট তৈরি করে নিন। তারপর এর সাথে ভিনেগার ও মেহেদী পাতা বাটা মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। এখন এই প্যাকটি মাথার তালুতে ভালো করে লাগিয়ে নিন। এভাবে এক ঘন্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে চুল হবে মজবুত ও উজ্জ্বল।
সরিষার তেল ও মেহেদি পাতা
চুলের জন্য সরিষার তেল খুবই কার্যকরী আর মেহেদির সাথে মিশালে এর কার্যকারিতা আরো বেড়ে যায়। এটা প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। সরিষার তেল হালকা গরম করে এতে মেহেদি পাতা মিশিয়ে নিন। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা মাথার তালুতে হালকা ভাবে মেসেজ করুন। ৪৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহার করুন। তাহলে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া কমবে।
লেবুর রস, মেহেদী পাতা ও গ্রিন টি
গ্রিন টি চুলের জন্য খুব উপকারী। এটি প্রাকৃতিক কন্ডিশনার এর কাজ করে। মেহেদী পাতা গুড়া সারারাত গ্রীন টির পানিতে ভিজিয়ে রাখতে হবে। সকালে এর মধ্যে লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এখন এটা মাথার তালুতে লাগিয়ে নিন। ৩০ মিনিট পরে পানি দিয়ে ধরে নিন। এই প্যাক চুল ভেঙে যাওয়া কমায়, চুল নরম করে, চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
মোটকথা চুল পড়ার রোধে মেহেদি পাতার ব্যবহার এর জুড়ি নাই। নিয়মিত মেহেদী পাতা ব্যবহারে চুল হবে ঘন কালো ও ঝলমলে।
চুলে মেহেদি পাতার উপকারিতা
মেহেদি পাতা চুলের যত্নে খুবই উপকারী ভূমিকা পালন করে। চুলের যত্নে এর উপকারিতা শেষ নেই। প্রাকৃতিকভাবে চুলের রুক্ষতা, চুলের খুশকি, চুলের অকালপক্কতা দূর করে মেহেদী। এছাড়াও চুল পড়ার রোধে মেহেদি পাতার ব্যবহার সেই প্রাচীনকাল থেকে হয়ে আসছে। বিভিন্নভাবে এটা চুলের উপকার করে থাকে, চলুন জেনে নেই সেগুলোঃ
- মেহেদি পাতা গুঁড়োর সাথে লেবুর রস ও টক দই মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। তারপর এটা চুলে ব্যবহার করে ৩০ মিনিট পরে শ্যাম্পু করে নিন। এতে চুলের খুশকি দূর হবে।
- মেহেদী মাথার ত্বককে ঠান্ডা রাখে। চুলের বৃদ্ধিতেও এটা সহায়তা করে।
- মেহেদী গুড়োর সাথে আমলকির গুঁড়া ও মেথি গুড়া মিশিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। তারপর এতে একটা ডিমের সাদা অংশ এবং একটু লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এক ঘন্টা রেখে দিন। তারপর এক ঘন্টা পরে এটা সমস্ত চুলে ব্যবহার করুন। এক ঘণ্টা পরে চুল শ্যাম্পু করে ধুয়ে নিন। তারপর চুলে কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল পড়া কমবে।
চুলের যত্নে সরিষার তেল ও মেহেদী
ঘন কালো ও লম্বা চুল সকলেরই কাম্য। ময়লা, ধুলা, রোদ এগুলো চুলের মারাত্মক ক্ষতি করে। এগুলোর কারণে চুলের ফলিকল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য নতুন চুল গজাতে পারে না। আর চুল পড়ার হার ও বেড়ে যায়। যার ফলে চুল পাতলা ও প্রাণহীন হয়ে পড়ে।
তবে চিন্তার কোন কারণ নেই সপ্তাহে দুইদিন কিছু সময় বের করে চুলের যত্ন নিলেই এ থেকে মুক্তি পেতে পারেন।চুলকে ঘন কালো আর স্বাস্থ্য উজ্জ্বল করতে সরিষার তেল ও মেহেদী পাতার ভূমিকা অনেক। সরিষার তেল চুলের জন্য একটা প্রাকৃতিক কন্ডিশনার এর কাজ করে।
আরো পড়ুনঃ ইসুবগুলের ভুষি কতদিন খাওয়া যায়
কিন্তু সরিষার তেল চুলে তেমন ব্যবহার করা হয় না। সরিষার তেল চুলের গোড়া শক্ত করে চুল পড়া রোধ করে। আর সরিষার তেলের সাথে মেহেদি পাতা ব্যবহার করলে এর কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায়। কারণ মেহেদী পাতা নতুন চুল গজাতে সাহায্য করে। তবে সরিষার তেল ও মেহেদী পাতা দ্রুত চুল ঘন করতে যেভাবে ব্যবহার করতে হয় তা জেনে নেওয়া যাকঃ
- ২০০ গ্রাম সরিষার তেল একটি পাত্রে নিয়ে তাতে এক কাপ পরিমাণ তাজা মেহেদি পাতা দিয়ে জাল দিতে হবে। যতক্ষণ মেহেদী পাতা পুড়ে কালো না হয় ততক্ষণ পর্যন্ত। তারপর চুলা থেকে নামিয়ে এটা ছেঁকে নিতে হবে। কাচের বোতলে এই তেল সংরক্ষণ করে রাখতে হবে। তারপর এই তেল সপ্তাহে তিন দিন রাতে চুলে ব্যবহার করবেন। সকালে উঠে চুল শ্যাম্পু করে ধুয়ে নিন। এতে ভালো ফলাফল পাওয়া যাবে। অল্প সময়ে সরিষার তেল ও মেহেদী দিয়ে চুল ঘন করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন।
কালো চুলে মেহেদি দিলে কি হয়
মেয়েদের রং লাল কিন্তু কালো চুলে মেহেদী ব্যবহারে চুলের রং হবে আরো কালো চুল কালো করার জন্য তাই অনেকেই মেহেদী ব্যবহার করে থাকেন ঘরোয়া পদ্ধতিতে চুল কালো করার জন্য মেহেদি দিয়ে একটা ইহার প্যাক বানানো যেতে পারে। কিভাবে? চলুন জেনে নেই কি কি উপকরণ লাগবে এই হেয়ার প্যাকটি তৈরি করতে।
উপকরণ
- মেহেদি গুড়া ১০০ গ্রাম
- লেবুর রস একটি লেবু
- পানি পরিমাণমতো
- কফি পাউডার এক টেবিল চামচ।
যেভাবে লাগাতে হবে
- মেহেদী পাউডার এবং কফি পাউডার একটি পাত্রে নিয়ে মিশিয়ে নিতে হবে।
- এরপর এতে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করুন। মিশ্রণটি দইয়ের মত থকথকে হবে।
- এই মিশ্রণটিতে এবার লেবুর রস যোগ করতে হবে এবং এর সাথে লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
- এখন মিশ্রণটি ২-৩ ঘণ্টা ঢেকে রাখুন।
- মনে রাখবেন এটা ব্যবহারের পূর্বে অবশ্যই চুল ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নেবেন। চুলে কোন রকম ময়লা বা তেল যেন না থাকে। এতে হিতে বিপরীত হতে পারে।
- এক ঘণ্টা পর মিশ্রণটি চুলের আগা হতে গোরা পর্যন্ত লাগিয়ে নিন।
- এখন চুলে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন ৩-৪ ঘন্টা। মনে রাখবেন যত বেশিক্ষণ রাখবেন চুলে তত রং গাঢ় হবে।
- তারপর চুল-পানি দিয়ে ধুয়ে নিন।
- এই প্যাক ব্যবহারের ২৪ ঘন্টা পর্যন্ত শ্যাম্পু করবেন না।
চুলে মেহেদি পাতা লাগানোর নিয়ম
চুলের যত্নে মেহেদী পাতার জুড়ি নেই। চুল পড়া বন্ধ চুলের গোড়া শক্ত করতে মেহেদি পাতার প্যাক কার্যকরী ভূমিকা পালন করে। তবে চুলে মেহেদী পাতা লাগানোর কিছু নিয়ম রয়েছে, নিয়ম গুলো হলঃ
- মাথার তালুতে যদি কোন রকম ইনফেকশন থাকে তাহলে মেহেদী না দেওয়াই ভালো।
- চুলে মেহেদি দেওয়ার আগে কানের পাশে কপালে ভেসলিন দিয়ে নিন। যাতে সেখানে মেহেদি লাগলেও লাল না হয়।
- অনেকেই মেহেদির প্যাকের সাথে লেবুর রস ব্যবহার করে থাকেন। কিন্তু এটা ঠিক না কারণ লেবুর রস এ এসিড আছে। যার ফলে চুলে লেবুর রস দিলে চুল শুষ্ক হয়ে যায়। তাই মেহেদির সাথে লেবুর রস না দিয়ে চায়ের লিকার বা কফি ব্যবহার করতে পারেন।
- মেহেদী প্যাকের সাথে তেল, টক দই একসাথে মিশিয়ে ব্যবহার করুন। তাহলে চুল উজ্জ্বল হবে। মেহেদি প্যাক সরাসরি চুলে ব্যবহার না করাই ভালো। শুধু মেহেদী প্যাক চুলে দিলে চুল রুক্ষ হয়ে যায়।
- চুলের রং করা থাকলে মেহেদী প্যাক মাথায় লাগাবেন না। কারণ কেমিক্যালের রং এবং মেহেদির রং একসাথে মিশে চুলের ক্ষতি হতে পারে। যার ফলে চুল পড়া বাড়তে পারে। তাই রং করা চুলে মেহেদী প্যাক না দেওয়াই ভালো। দিতে চাইলে রং করার ৬ মাস পরে মেহেদী প্যাক চুলে দিতে পারেন।
- মেহেদী পাতা চুলে দেওয়ার সাথে সাথে চুল ধুয়ে ফেলা ঠিক না। সময় হাতে নিয়ে মেহেদী প্যাক মাথায় লাগান। কমপক্ষে দুই ঘন্টা মেহেদী প্যাক মাথায় দিয়ে রাখতে হবে। তাহলে চুলে মেহেদির রং ভালোভাবে হবে।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আমাদের আজকের আর্টিকেলে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার, চুলে মেহেদি পাতার উপকারিতা, কালো চুলে মেহেদি দিলে কি হয় ও চুলের যত্নে সরিষার তেল ও মেহেদী এই সকল বিষয় সম্পর্কিত যাবতীয় তথ্য। আপনি নিশ্চয়ই আজকের আর্টিকেল পড়ে চুলের যত্নে মেহেদি পাতার ব্যবহার সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পেরেছেন।
আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে তথ্যবহুল এবং উপকারী বলে মনে হলে আর্টিকেলটি আপনার বন্ধু এবং আত্মীয়দের মাঝে শেয়ার করুন। এছাড়া ও আপনি যদি বিউটি টিপস বিষয়ক আরো তথ্য সম্পর্কে জানতে চান তবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে রাখুন।
বিগ স্টার ইনফর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url